মৃত্যুর আগে পর্যন্ত মানুষের সেবা করে যেতে চাই-যুবলীগ নেতা জাকির
মোঃ কামরুজ্জামান বুধবার রাত ১১:০৭, ২৮ অক্টোবর, ২০২০
আজ বুধবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার উজানচর নয়াগাঁও একটি মাদ্রাসার সম্পূর্ণ নির্মাণ কাজ ও ব্যয়ভার বহনে হাত বাড়িয়ে দিলেন মানিকার চর ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মো.জাকির হোসেন। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা কৃতজ্ঞতা জানিয়েছেন এবং জনাব জাকির হোসেন এর জন্য দোয়া প্রার্থনা করেছেন।
যুবলীগ নেতা জাকির জানান,” আমি মানব সেবায় বিশ্বাসী, আমৃত্যু মানব সেবা করে যেতে চাই। তিনি আরো জানান, আমি মানিকার চর ইউনিয়নের প্রতিটি গ্রামের মসজিদ, মাদ্রাসায় কয়েক কোটি টাকার অনুদান দিয়েছি। আমি অর্থহীন ও অসহায় গরীব মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো।” তিনি কন্যাদায়গ্রস্থ পিতা-মাতার উদ্দেশ্যে বলেন, “আপনার ঘরে যদি কোনো বিবাহ উপযুক্ত কন্যা থাকে এবং অর্থের অভাবে যদি বিবাহ না দিতে পারেন তাহলে আমাকে জানাবেন। আমি বিবাহের সকল ব্যয়ভার বহন করব। এর আগে জনাব জাকির হোসেন মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রকল্প, গৃহহীন মানুষকে ঘর দেওয়ার জন্য এক লক্ষ তিয়াওর হাজার টাকার চেক উপহার দেন। তিনি বলেন, রাজনীতি করতে এসেছি শুধুমাত্র আপনাদের সেবা করতে, আপনাদের সেবক জনতার জাকির হয়ে বেঁচে থাকতে চাই চিরকাল।
সবার কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।