ঢাকা (রাত ১০:২৮) বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু



মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার:    আগামী ১৭ মার্চ মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ এই ধারণাকে সকল মানুষের মাঝে পৌঁছে দিতে সারাদেশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন- ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের কাজ শুরু করেছি। এরইমধ্যে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করেছি। ঝোপঝাড় পরিষ্কার আছে, আরো করা হবে। নালা-নর্দমা পরিষ্কার করা আছে, আরো করা হবে। শহরের সকল সড়ক থাকবে থকথকে-ঝকঝকে। এটা নিয়মিত কাজ, তবে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ কার্যক্রম চলছে।’ ডেঙ্গু, করোনাসহ ভাইরাস ও ছোঁয়াচে রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
এসময় শহরের গন্যমাণ্য ব্যাক্তির্বগরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT