ঢাকা (বিকাল ৩:৪০) বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মুক্তির অপেক্ষায় সাতক্ষীরা কারাগারের ৩৭ কয়েদি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৩৭, ১৩ এপ্রিল, ২০২০

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের বিশেষ ক্ষমতার আওতায় মানবিক কারণে সাতক্ষীরা কারাগারের ৩৭ জন কয়েদিকে মুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে জেলা কারা কর্তৃপক্ষ। এদের মধ্যে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ২৭ জন এবং ২০ বছরের ঊর্ধ্বে কারাগারে রয়েছে এমন ১০ জনের নাম রয়েছে। সাতক্ষীরা কারাগারের জেলার তুহিন কান্তি খান বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা কারাগারের ধারণ ক্ষমতা ৪০০ বন্দির। এর মধ্যে পুরুষ বন্দি ৩৬০ জন ও নারী বন্দি ৪০ জন।
আজ ১৩ এপ্রিল-২০২০ সোমবার দুপুর পর্যন্ত কারাগারে বন্দি ছিল ৫২২ জন। এদের মধ্যে নারী রয়েছেন ১৬ জন। বাকীরা সবাই পুরুষ। জেলার তুহিন কান্তি খান আরও জানান, মন্ত্রণালয়ের পত্র পেলে নির্দেশনা অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে। এছাড়া কারাগারে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নতুন বন্দিদের কারাগারের ভেতরে ঢোকানোর আগে প্রধান গেটে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাতমুখ ধোঁয়া ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এভাবে প্রাথমিকভাবে সুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভেতরে ঢোকানো হয়।
এছাড়া কারাগারের রন্ধনশালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খাবার ভালোভাবে সিদ্ধ করে খাওয়ার উপযোগী করে পরিবেশন করা হচ্ছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT