ঢাকা (রাত ১:৪৮) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মিরপুর পৌরসভার সাবেক মেয়র ফারুক চৌধুরীর মৃত্যুবরণ

শোক সংবাদ ২২৪৭ বার পঠিত

রফিকুল ইসলাম,কুষ্টিয়া রফিকুল ইসলাম,কুষ্টিয়া Clock শুক্রবার রাত ০২:৩৮, ৫ ফেব্রুয়ারী, ২০২১

বৃহস্পতিবার (৪ঠা ফেব্রুয়ারী, ২০২১ইং) ভোর ৪:৪৫ টার দিকে কুষ্টিয়া জেলাধীন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মিরপুর পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র সাইফুল হক খান ফারুক চৌধুরী ঢাকাস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালীন তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

বাদ আছর মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে মিরপুর পৌরসভা ঘোষণা হলে ফারুক চৌধুরী মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৪ সালে তিনি আবারও মিরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT