মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান
মোঃ কামরুজ্জামান শুক্রবার ১২:২৫, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ আর্ত মানবতার সেবায় নিবেদিত অনেক অসহায় রোগীর চিকিৎসার আশ্রয়স্থল। ২০১২সালে প্রতিষ্টিত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সর্বপ্রথম রক্তাদানকারী সেচ্ছাসেবী সংগঠন।মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান পৃথিবীর মিথ্যে ভালোবাসা দিবস পালন না করে,প্রাণীকূলের প্রতি ভালোবাসা ও সম্মান প্রর্দশন পূর্বক আজ ১৪ ফেব্রুয়ারী বড়লেখার বে-সরকারী হাসপাতালে রাত একজন রক্তশূন্যতা রোগীকে ৭ম বারের মতো বি নেগেটিভ রক্তদান করলেন,মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান। তাঁহার রক্তাদানে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সুয়েব আহমদ, ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরুণ সংগঠক মোঃ তাজ উদ্দিন। মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্টিাতা মোঃ গোলজার হোসেন হাসান ও মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মুমিনুর রশীদ মুন্না, সেক্রেটারি কামরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আহমদ এবাদ, এ ছাড়াও আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ফাউন্ডেশনের স্থায়ীপরিষদের মহাসচিব কামাল হোসেন,এক কৃতজ্ঞতা বার্তায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন রক্তদানে হয় না ক্ষতি জাগ্রত অনুভূতি পরিণত বয়সে এরকম রক্তদান করলে রোগী রক্তনা পেয়ে মারা যাবে না, পাশাপাশি নতুন রক্তদাতা ডোনার বেরিয়ে আসার আহবান জানান। পরিশেষে মানব কল্যাণ ফাউন্ডেশন পরিবার মোবারকবাদ জানান।