মাদারীপুর সদর উপজেলায় ঐতিহ্যবাহী বানর হত্যা, জড়িতদের বিরুদ্ধে শাস্তি দাবি
মেঘনা নিউজ ডেস্ক বুধবার রাত ০১:০০, ৬ মে, ২০২০
আজ ৫মে মঙ্গলবার মাদারীপুর সদর উপজেলার ৯নং পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা জনাব গিয়াসউদ্দিন শরীফের বাড়ীর পাশের মাঠে এই বানর গুলোকে এইভাবে হত্যা করা হয়।
মাদারীপুরের সদর উপজেলার, চরমগুরিয়া এক সময়ে অনেক বানর ছিল এবং অনেক ঐতিহ্যবাহী ছিল বানরের জন্য। দুর দুরান্ত থেকে অনেক মানুষ আসতো এই বানর দেখতে। সরকারী ভাবেও দেয়া হতো বানরের খাবার।
তবে, বর্তমান সময়ে আর তা দেওয়া হয় না বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। যার কারনে বানর গুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছে। ফলে মানুষের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। খাবার নষ্ট করা এবং গাছের ফল নষ্ট করায় আশপাশের মানুষ অতিষ্ট প্রায়। ধারনা করা হচ্ছে খাবারের সাথে বিষ মিশিয়ে অমানবিকভাবে হত্যা করা হয় বানরগুলোকে। বানরগুলোর মৃত্যুতে শোকাহত এলাকাবাসী। তাদের দাবি, যারা এই নিরীহ বানর হত্যার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।