ঢাকা (সকাল ১১:৪৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মাদারীপুর পুলিশের হাতে রোহিঙ্গা তরুন আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সকাল ১০:১৩, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

মীর এম ইমরান, মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকা থেকে মোহাম্মদ সাকিব (১৯) নামে এক রোহিঙ্গা তরুণকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে।

তার বাবার নাম মোহাম্মদ আব্দুল। সাকিব কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাকিবকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, চার দিন ধরে খোয়াজপুর এলাকায় ঘোরাফেরা করছিল সাকিব। এ সময় তার চালফেরায় সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশের বিশেষ শাখার সদস্যদের জানায়। পরে ওই এলাকায় জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম মাওলার নেতৃত্বে সাকিবকে চরগোবিন্দপুর এলাকার ৩ নম্বর ব্রিজের উপর থেকে আটক করা হয়। এরপর তার পরিচয় জানতে চাইলে প্রথমে পরিচয় গোপন করলেও পরে জানায়, কয়েকদিন আগে সে কক্সবাজারের টেকনাফ থেকে গাড়িতে করে ঢাকায় আসে। পরে খোয়াজপুর এলাকার এক যুবক সাকিবকে কাজ দেওয়ার কথা বলে শনিবার মাদারীপুরে নিয়ে আসে। পরে ওই যুবক তাকে রেখে পালিয়ে যায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যরা আটক করেছে। সদর থানা-পুলিশের মাধ্যমেই সাকিবকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মাদারীপুর শহরের শকুনি লেকপাড় এলাকা থেকে মো. জয়নাল (১৬) নামে আরও এক রোহিঙ্গা কিশোরকে আটক করে জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT