মাদারীপুরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ ৮জনের বিরুদ্ধে মামলা
মীর ইমরান- মাদারীপুর শুক্রবার সন্ধ্যা ০৬:২৯, ৩১ ডিসেম্বর, ২০২১
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে সদ্য চতুর্থ ধাপে সমাপ্ত ইউপি নির্বাচনী ভোট কেন্দ্রে হামলা করে মারপিট ও লুটপাটের অভিযোগে গত বুধবার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।ওই মামলায় রব্বানী ছাড়াও আরো ৭জনের নাম উলেস্নখসহ আরো অজ্ঞাতনামা ২০/২৫জনকে আসামী করা হয়েছে।
জেলার রাজৈর উপজেলার পশ্চিম শাখারপাড় গ্রামের আবদুল গনি মাতুব্বর বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করলে বিচারক ফয়সাল আল মামুন বাদীর জবানববন্দী গ্রহন করে পরবর্তী ৫জানুয়ারী আদেশের জন্য দিন ধার্য্য করেছেন। বুধবার বিকেলে মামলাটি দায়ের করা হলেও বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী পক্ষের আইনজীবী ফয়েজুর রহমান হিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহত হয়। সেই ঘটনায় রাব্বানীর বাবা এমএ রশীদ আজাদ বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দুই আসামি গ্রেফতারও করা হয়। ওই মামলার দুইদিন পরই রাব্বানীর বিরুদ্ধে রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে নির্বাচনী হামলা মারপিট ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।
মামলার আইনজীবি ফয়েজুর রহমান হিরম্ন মামলার আরজীর বরাত দিয়ে জানান,গত ২৬ ডিসেম্বর রাজৈর উপজেলার ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নের ৭নং ওর্য়াড গাংকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন চলাকালে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীসহ মামলার অন্যান্য আসামীরা হামলা চালিয়ে রাব্বানীর ছোট মামা ইউপি চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিনের পক্ষে জোরপুর্বক ভোটকেন্দ্র দখলসহ সন্ত্রাসী কাযকলাপের চেস্টা করে।তখন প্রতিদ্বন্দি ইউপি চেয়ারম্যান প্রার্থী মোশারফ মোলস্নার জামাতা মামলার বাদীপক্ষের লোকজন বাধা দিলে তাদের মারপিট করে টাকা পয়সা ছিনতাই করে।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে হেরে যায়। নির্বাচন চলাকালে রাব্বানী আহত হয়। এ ঘটনায় রাজৈর থানায় হত্যাচেষ্টা মামলা করে রাব্বানীর পরিবার। ওই মামলায় কারাগারে রয়েছে নব নির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লাসহ দুইজন।