ঢাকা (রাত ৮:২৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মাদারীপুরে উদ্বোধন হলো ৪দিন ব্যাপি আয়কর মেলা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:২৬, ১৪ নভেম্বর, ২০১৯

মীর এম ইমরান, স্টাফ রিপোর্টারঃ ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদারীপুরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা। বৃহস্পতিবার সকালে মাদারীপুর এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার নাজিম।

ঢাকা কর অঞ্চল-৭ এর উপ কর কমিশনার মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম বাবু চৌধুরী।

এছাড়া অন্যান্যের মধ্যে মাদারীপুর সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মো: আখতারুজ্জামান, করদাতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মেলায় মোট ১২টি স্টল বসানো হয়েছে।

মেলায় থাকছে নতুন করদাতার জন্য ই-টিন রেজিষ্ট্রেশন, রিটার্ন ফরম জমা ও ব্যাংকের অস্থায়ী বুথের মাধ্যমে আয়করের টাকা পরিশোধের ব্যবস্থা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT