ঢাকা (রাত ১১:০৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন সাবেক ইউপি সদস্য

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার সকাল ১১:১৬, ১ ডিসেম্বর, ২০১৯

মীর এম ইমরান স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মটরসাইকেল আরোহী ভদ্রাসন ইউনিয়নের নবনির্বাচিত শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বার আঃ রউফ মাদবর নিহত হন এবং ৭ জন আহত হন। আজ শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের দৌলতপুর নামক স্থানে একটি ফিলিং স্টেশনের কাছে এ দূর্ঘটনা ঘটে। মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি বাস কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিল, এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে বাসের পেছনে থাকা একটি মটরসাইকেলর সাথেও সংঘর্ষ ঘটে। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসের ৭ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান বলেন,’আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের যাত্রীদের উদ্ধার করি। এ ঘটনায় শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাবেক মেম্বার আঃ রউফ মাদবর আজ দুপুর ১২টার দিকে ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT