মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে লোহাগড়ার আকাশ সাহা গ্রেফতার
ইকবাল হাসান,নড়াইল সোমবার রাত ০১:৩৬, ১৮ জুলাই, ২০২২
মহানবী হজরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে কলেজ ছাত্র আকাশ সাহা(২২)কে গ্রেফতার করেছে পুলিশ। সে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার বাসিন্দা।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা শহরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আকাশ সাহা দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এর আগে গত শুক্রবার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আকাশের পিতা অশোক সাহাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
সূত্র জানায়, মহানবী হজরত মোহাম্মদ(সাঃ)-কে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে, গত শুক্রবার বিকালে স্থানীয় জনতা ও ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে, কটুক্তিকারীর দিঘলিয়া বাজার সংলগ্ন সাহাপাড়াস্থ বাড়ি ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। স্থানীয় জনতা ও ধর্মপ্রাণ মুসলমানরা কটুক্তিকারী আকাশ সাহাকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চরম উত্তেজিত হয়ে পড়ে। এসময় পুলিশ ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী আকাশ সাহার পিতা অশোক সাহা(৫৫)কে হেফাজতে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করেন।
পরবর্তীতে শুক্রবার সন্ধ্যার দিকে উত্তেজিত জনতা এ ঘটনাকে কেন্দ্র করে সাহাপাড়ার কয়েকটি বাড়িসহ মন্দিরে লুটপাট-ভাংচুরসহ একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠে। উদ্বুদ্ধ পরিস্থিতি সামাল দিতে গিয়ে দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স,ম ওহিদুর রহমান, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন সহ কয়েকজন আহত হন।
গত শনিবার বিকালে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, বাংলাদেশ হিন্দু-খ্রীষ্টান-বৌদ্ধ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিক্সন ঘোষ এর নেতৃত্বে একটি টিম সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাহাপাড়া পরিদর্শন করেন। প্রশাসন, নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা দেন।
দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স,ম ওহিদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রশাসন শনিবার দিঘলিয়া বাজারে বেচাকেনা বন্ধ করে দিলেও, রবিবার থেকে প্রশাসনের সহযোগিতায় আবার ব্যবসায়িরা ব্যবসা পরিচালনা করছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিতর্কিত ফেসবুক পোস্ট দেবার অভিযোগে আকাশ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। আকাশ সাহার পিতা অশোক সাহাও পুলিশ হেফাজতে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ি ভাংচুর, লুটপাটের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। সব বিষয়েই আইনগত ব্যবস্থা নেয়া হবে।