ঢাকা (রাত ২:৪২) বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ময়মনসিংহে এডাব’র কমিটি গঠন

ময়মনসিংহে এডাব’র কমিটি গঠন

<script>” title=”<script>


<script>

এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন ময়মনসিংহ অফিসে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সভায় এডাব ময়মনসিংহের সভাপতি খন্দকার ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক লায়ন মোহাম্মদ আব্দুর রশিদ।

এডাব সদস্য সচিব ও অগ্রগামী সামাজিক উন্নয়ন সংস্থা এর সভাপতি মোফাককার হোসেন খোকনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও প্রগতি কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম রাসেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডাব এর বিভাগীয় সমন্বয়ক মোঃ নূরুল আমিন স্বপন, গ্রামাউস এর পরিচালক মোঃ ফজলুর রহমান, সেহড়া বহুমুখী সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন হারুন, পরশপাথর সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আব্দুল মজিদ, আদর্শ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিরাজ আলী, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুজ্জামান খোকন, সারা সংস্থার এডমিন অফিসার রওশন আরা বেগম, পিসিসি’র পিটিপি অফিসার জিন্নাতুল ফেরদৌস ঝুমা, সোস্যাল ইউনিটি ফর নার্সিং (সান) এর নির্বাহী পরিচালক ওবায়দুর রহমান, পল্লী প্রদীপ উন্নয়ন সংস্থার সভাপতি ফয়জুর রহমান তালুকদার প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ৩ বছরের জন্য এডাব ময়মনসিংহের ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহমেদ ও সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন অগ্রগামী সামাজিক উন্নয়ন সংস্থা এর সভাপতি মোফাককার হোসেন খোকন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি প্রগতি কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম রাসেল, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রুমান সচেতন কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান, শশী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণ, সারা’র এডমিন অফিসার রওশন আরা বেগম, পিসিসি’র জিন্নাতুল ফেরদৌস ঝুমা।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT