ঢাকা (রাত ৩:৪৭) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় ১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

ভোলা জেলা ২৩১৩ বার পঠিত
ভোলায় ১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার দুপুর ০২:২৪, ২৫ মে, ২০২০

কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলা সদর উপজেলায় ১৫০ পিচ ইয়াবাসহ মো. মাইনুদ্দিন (৩৮) ও মো. ফারুক (৫০) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার(২৪ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চরছিফলী ৩নং ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মো. মাইনুদ্দিন ভোলা সদর মডেল থানাধীন চরসামাইয়া চরছিফলী ৩ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে ও মোঃ ফারুক ভোলা সদর থানাধীন রতনপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত সৈয়দ আহম্মেদের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মিলন হালদার ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. মাইনুদ্দিন ও মো. ফারুখ নামে দুই যুবককে ১৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের তথ্য মতে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে ভোলা সদর
মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT