ঢাকা (রাত ১১:৪১) মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ৩০

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ১১:৫০, ৮ জানুয়ারী, ২০২২

ভোলার লালমোহনে একটি যাত্রীবাহি ডাইরেক্ট বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পথচারীসহ ৩০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (৮ জানুয়ারী) সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজারের বেদরকারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চরফ্যাশন থেকে ছেড়ে আসা একটি যাত্রবাহি ডাইরেক্ট বাস লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজারের পর বেদরকারী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা  যাত্রীদের উদ্ধার করেন এবং আহতদের লালমোহন ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার দেওয়া হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেন। দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দূর্ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি। তবে বাসটি উদ্ধার করা হলে দেখা যাবে নিচে বা ভিতরে কেউ আটকে আছে কিনা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT