ঢাকা (বিকাল ৩:২৪) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় মা ইলিশ শিকারের অপরাধে ১৫ জেলের কারাদণ্ড

ভোলা জেলা ২৩৬২ বার পঠিত
ভোলায় মা ইলিশ শিকারের অপরাধে ১৫ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:২৩, ১৭ অক্টোবর, ২০১৯

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা। এ সময় জেলেদের কাছ থেকে প্রায় ২০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদরের ইলিশা ও ভেদুরিয়ার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় ১২ জন জেলেকে আটক করা হয়।
পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেনের আদালতের হাজির করলে আদালত প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন।

এছাড়াও চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে ৩ জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মো. রুহুল আমিন আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ শিকার, বিক্রি, মজুদ, পরিবহন ও বাজারজাত করার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT