ঢাকা (রাত ৮:৩২) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় ফের আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভোলা জেলা ২৩৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার দুপুর ০১:৫৯, ৭ জুন, ২০২০

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধিঃ    ভোলায় ফের আড়াই কেজি গাঁজাসহ মো. আলাউদ্দিন (৫৫) ও মো. শাজাহান মাতুব্বর (৬০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ জুন) সন্ধা সাড়ে ৬ টার দিকে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা ফেরীঘাট এলাকা হইতে তাদের আটক করা হয়। আটককৃত মো. আলাউদ্দিন ভোলা জেলার দৌলতখান থানার উওর জয়নগর ৫ নং ওয়ার্ডের মৃত আঃ মান্নানের ছেলে ও মো. শাজাহান মাতুব্বর ভোলা জেলার দৌলতখান থানার কালাকোপা ৩ নং ওয়ার্ডের মৃত আছমত আলীর ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) নিঃ মো. মাজহারুল ইসলাম ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে মো.আলাউদ্দিন ও মো. শাহাজান মাতুব্বর নামে দুই ব্যাক্তিকে আড়াই কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT