ঢাকা (সকাল ৯:৩৯) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ভোলায় পুলিশ মুসল্লি সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা, অনুদান প্রদান

ভোলা জেলা ২৭০৫ বার পঠিত
ভোলায় পুলিশ মুসল্লি সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা,অনুদান প্রদান

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার রাত ০৯:৪৪, ২৬ অক্টোবর, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসকের কাছে তদন্ত কমিটি।
শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ১৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয় জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রধান ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহমুদুর রহমান।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে। এর বাহিরে কিছু বলার নাই।
তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান বলেন, ২০ তারিখে তদন্ত কমিটি গঠনের পর আমরা দুই দিন সময় বাড়িয়ে নিয়েছিলাম।

তদন্ত শেষ করে আজ শনিবার তা জেলা প্রশাসকের কাছে দাখিল করেছি। কমিটিতে আরও সদস্য ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি আতাউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাসিনুল হাকিম।

উল্লেখ্যঃ গত ১৮ অক্টোবর ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করে আল্লাহ ও নবীজিকে গালাগালি করে ম্যাসেঞ্জারের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গত রোরবার স্থানীয় মুসুল্লিরা বোরহানউদ্দিন ঈদগায়ের মাঠে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন। কিন্তু পুলিশ ঐ সমাবেশের অনুমতি দেয়নি এবং মুসুল্লিদের সমাবেশ না করতে অনুরোধ করেন। পুলিশ সেখানে গিয়ে উপস্থিত মুসুল্লিদের সাথে কথা বলেন।

এ সময় সেখানে ভোলা জেলা পুলিশ সুপার বক্তব্য দিয়েছেন। মুসুল্লিরা সবাই তার বক্তব্য শুনেছে। যখন পুলিশ সুপার ষ্টেজ থেকে নেমে আসে তখন একদল উত্তেজিত জনতা আমাদের উপর ইট-পাটকেল ও পাথর ছুড়ে মারে। তখন পুলিশ আত্মরক্ষার্থে পাশের একটি কক্ষে গিয়ে আশ্রায় নেয়। যখন উত্তেজিত জনতা ঐ কক্ষটির জানালা ভেঙ্গে ফেলে তখন পুলিশ প্রথমে টিয়ার গ্যাসশেল ও শর্টগানের ফাকা গুলি ছোড়ে।

পরবর্তীতে পরিস্থিতি ভয়াবহতায় ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে গুলি চালায়। এসময় হাফেজ আবু রায়হান, শাহীন হোসাইন, হাফেজ মাহাফুজ পাটোয়ারী ও মিজানুর রহমান নামের ৪মুসুল্লি নিহত হয়।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে বোরহানউদ্দিন থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।

ওই মামলায় অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন হয়।

অপরদিকে ভোলার বোরহানউদ্দিনে পুলিশ মুসল্লিা সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের প্রত্যেকের পরিবারকে নগদ ৫ লক্ষ টাকা করে মোট ২০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
শনিবার দুপুরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিহতদের পিতা-মাতার হাতে নগদ এই অর্থ তুলে দেন। ভোলা সদর আসনের এমপি সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর পক্ষে তিনি এই আর্থিক অনুদান তুলে দেন। এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT