ঢাকা (সকাল ৭:৩১) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক জলদস্যূ নিহত

ভোলা জেলা ২৩৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৯:২০, ৯ জুন, ২০২০

ভোলা প্রতিনিধি:  ভোলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সফিকুল ইসলাম (৪০) নামে এক জলদস্যূ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও ৪টি রাম দা উদ্ধার করেছে।

মঙ্গলবার (৯ জুন) ভোর রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলাম ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামের মৃত মুনাফ বেপারীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে বলে  জানায় পুলিশ।

ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোর রাতে ইলিশা পুলিশ ফাঁড়ির একটি দল টহল দিচ্ছিল। এ সময় জলদস্যূদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। খবর পেয়ে ভোলা সদর মডেল থানা ও ইলিশা ফাঁড়ির পুলিশের একটি দল সেখানে যায়।

এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় জলদস্যূরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যূরা ট্রলারে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সফিকুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদরে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT