ঢাকা (রাত ৪:০২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় ট্রাক-টমটম সংঘর্ষে এক যুবক নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ১১:০২, ২৬ নভেম্বর, ২০২১

ভোলার লালমোহনে ট্রাক-টমটম মুখোমুখি সংঘর্ষে লিটন হাওলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আরো তিনজন আহত হয়েছেন।

শুক্রবার(২৬ নভেম্বর) দুপুরের দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত লিটন হাওলাদার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাসান নগর গ্রামের আব্দুর রসিদ হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় মতলব হাওলাদার বাজারে ডেকোরেটর ব্যবসাী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে রিটন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজার এলাকায় একটি মাহফিলের জন্য মাইক ও বিভিন্ন মালামাল নিয়ে টমটমে যাচ্ছিলেন। পথিমধ্যে গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে টমটমটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা লিটন হাওলাদার, ইমন, নয়ন ও সাহাদাত আহত হয়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত লিটনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT