ভোলায় ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
নিজস্ব প্রতিনিধি বুধবার রাত ১১:০৪, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূশষণ থানার চরকলমী বকসি ব্রিকস নামক একটি ইটভাটার ৩ লাখ
টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার(২৬ফেব্রুয়ারী) ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান উল ইসলাম এ জরিমানা
করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া সঙ্গে ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো.কাওছার এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবেশ
অধিদপ্তরের নিয়ম নীতি তোয়াক্কা না করে অনুমোদন ছাড়া ড্রাম চিমনি ব্যবহার করে ইট তৈরির দায়ে
বকসি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, চরফ্যাশন উপজেলায় মোট ৩৮ টি ইট ভাটা থাকলেও অনুমোদন রয়েছে ৮ টি ইট ভাটার। বাকী
ইট ভাটাগুলো সরকারী নীয়ম নীতিমালা উপেক্ষা করে অদৃশ্য ক্ষমতার বলে অবৈধভাবে গড়ে উঠছে।
অভিযোগ রয়েছে এসমব ইট ভাটার মালিকরা প্রতি বছর প্রশাসনের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে
ভাটাগুলোতে অবাদে জ্বালানি হিসেবে কাঠও দিয়ে ইট পোড়াচ্ছে।