ঢাকা (ভোর ৫:০৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলার শশীভূষণ থানায় নতুন গাড়ি হস্তান্তর

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ০৮:৩৯, ৪ সেপ্টেম্বর, ২০২০

ভোলার শশীভূষণ থানায় পুলিশের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ডাবল কেবিনের নতুন গাড়ি হস্তান্তর করছেন ভোলা-৪, চরফ্যাশন-মনপুরার সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

শুক্রবার(৪সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শশীভূষণ থানার অফিসার ইন চার্জ ওসি মো. রফিকুল ইসলামের হাতে নতুন গাড়ির চাবি তুলে দেওয়া হয়।

শশীভূষণ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গাড়িটি প্রায় সব রকম রাস্তায় চলাচলের উপযোগী এবং মামলা তদন্ত করাসহ আসামি ধরতে এতে প্রয়োজনীয় নানারকম সুবিধা রয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার(চরফ্যাশন সার্কেল) মো. শেখ সাব্বিার হোসেন জানান,একজন ওসিকে তার সীমানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাসহ নানারকম দায়িত্ব পালনের পাশাপাশি মামলা সংক্রান্ত অনেক জটিল কাজ সম্পন্ন করতে হয়। আধুনিক নতুন এই ডাবল কেবিনের গাড়িটি ওসির কাজকে আরও গতিশীল করবে।

এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ সবুজ, এস এম মোর্শেদ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আবু জাহের ভূঁইয়া, মো. হোসেন মিয়া প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT