ঢাকা (সকাল ৬:১৪) সোমবার, ২০শে মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News দাউদকান্দিতে অগ্রজের মৃত্যু শোকে অনুজের মৃত্যু, বোনের হার্ট ফেইল Meghna News টানা দরপতনে পতনে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা Meghna News বাংলাদেশী পঞ্চম এভারেস্ট জয়ী বাবর আলী Meghna News ২০৩০ সালে ঢাকা হবে দাবদাহে শীর্ষ ১০ নগরীর একটি! Meghna News চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা কেড়ে নিলো ৪ জনের প্রাণ Meghna News শিয়া (ইয়েমেন) ও সুন্নির (হামাস) মধ্যে কার্যকর ঐক্য মুসলিম ঐক্যের প্রতীক Meghna News প্রচণ্ড যুদ্ধ চলছে রাফাহসহ সমগ্র গাজায় Meghna News হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট Meghna News সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, দায় কার? Meghna News প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দাউদকান্দিতে আলোচনা সভা ও র‍্যালী

ভোলার শশীভূষণে ছাত্রলীগের মানবিক টিমের একশত পরিবারের মাঝে ফ্রি সবজি বিতরণ



কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:   করোনাভাইরাস(কোভিড-১৯)প্রাদূর্ভাব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। করোনারোধে সরকার ঘোষিত সাধারণ
ছুটিতে খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে অসচ্ছল ও কর্মহীন ঘরমুখী মানুষগুলো। এমতাবস্থায় খাদ্যসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন শশীভূষণ এওয়াজপুর ছাত্রলীগের মানবিক টিমের নেতাকর্মীরা।

ফ্রি সবজি বাজার নামে চালু করা এ কার্যক্রমে ভ্যান গাড়িতে রাখা হয়েছে টমেটো, পুইশাক, করোল্লা,জিঙ্গা, মিষ্টিকুমড়া,ঢেরস ও বড়বটি। তারা একশত পরিবারের মাঝে এসব সবজি বিতরণ করেন। বুধবার (২২ এপ্রিল) বিকাল ৪ টার দিকে চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ওজুফিয়া আলিম মাদ্রাসার মাঠে অসচ্ছল পরিবারের মাঝে এ সবজি বিতরণ করা হয়। ছাত্রলীগের মানবিক টিমের প্রধান শশীভূষণ থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. হাজী সোহেল জানান, চরফ্যাসন-মনপুরা আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সহযোগিতায় তারা ভ্যান গাড়ি করে অসহায় মানুষের মাঝে এসব সবজি বিতরণ করেন। হাজী সোহেল ও তার টিমের সদস্যরা জানান,করোনার কারনে অসহায় অবস্থায় থাকা মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছি আমরা। ভ্যান গাড়িতে রাখা হয়েছে টমেটো, পুইশাক, করোল্লা,জিঙ্গা, মিষ্টিকুমড়া,ঢেরস ও বড়বটি অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

তারা আরও বলেন, মানুষকে বাসা থেকে বের না হতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বের হতে পারছেন না। অনেকে আর্থিকভাবে কষ্টে আছেন। তাদের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমাদের এ কার্যক্রম চলমান রাখতে চাই।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT