করোনা ভাইরাস : ভোলার চরফ্যাসনে ১৩ বাড়ি লকডাউন
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ০৯:১০, ১০ এপ্রিল, ২০২০
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলায় করোনা সংক্রমণ রোধে নারায়ণগঞ্জ থেকে এসে আত্মগোপন করা ১৩টি
বাড়ি লগডাউন করা হয়েছে।
শুক্রবার(১০এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত এসব বাড়ি লগডাউন করা হয়। চরফ্যাসন পৌরসভা ৫নং ওয়ার্ডে ২ টি,দুলার হাট নীলকমল ইউনিয়নে ১০টি ও কলমী ইউনিয়নে ১ টি বাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন রগডাউন করে দেন।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, নারায়ণগঞ্জ থেকে এসে এসব বাড়িতে মানুষ আত্মগোপন করেন। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে করোনা ভাইরাসের সংক্রমন ছড়াতে পারে এমন সন্দেহে বাড়িগুলো লকডাউন করা হয়েছে। তাদেরকে বাড়ি থেকে বের না হতে নির্দেশ দেয়া হয়েছে।