বড়লেখা উপজেলায় জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনাসভা ও র্যালি
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১০:৪০, ১ মার্চ, ২০২০
মোঃইবাদুর রহমান জাকির,সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে জাতীয় বীমা দিবস পালন উপলক্ষে রোববার র্যালি, আলোচনাসভা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃতাজ উদ্দিন বলেন বীমা কোম্পানিগুলোকে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। ১৯৬০সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির কল্যাণে একটি বীমা কোম্পানিতে কাজ করেছিলেন যার মডেল স্বরপ আজ বাংলাদেশে এই পর্যন্ত বীমা কোম্পানিগুলি।জাতির জনক বীমা থেকে অর্জিত অর্থ টুকু অসহায় মানুষের কল্যাণ ব্যায় করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “”১লামার্চ”” জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষনা করেছেন।আজ বীমা কর্মকর্তাগণকে সততার সহিত গ্রাহকের টাকা গ্রাহকের নিকট পৌছতে হবে বীমার মেয়াদোত্তর পর্যন্ত সঠিকভাবে কাজ করতে হবে যাহাতে সাধারণ মানুষের কোন ভোগান্তি না হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বড়লেখা ইনচার্জ দিলিপ দেবের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রভাষক এমএ হাসান প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস,দৈনিক যুগান্তর পত্রিকার বড়লখা প্রতিনিধি আব্দুর রব,ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বড়লেখা জোনাল অফিস ইনচার্জ আব্দুল ওয়াদুদ, দৈনিক ভোরের কন্ঠ ,প্রতিনিধি মোঃইবাদুর রহমান জাকির,বীমা কর্মকর্তা বাহার উদ্দিন, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ সিরাজুল ইসলাম, আতিকুর রহমান, ফখর উদ্দিন, বীমা গ্রাহক ফ্রান্স প্রবাসী আব্দুল হামিদ প্রমুখ
পরে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাথীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।