ঢাকা (ভোর ৫:৩৯) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

বড়লেখায় ব্যবসায়ী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার রাত ১১:৩২, ২৮ জুলাই, ২০২০

 মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ বড়লেখায় ব্যবসায়ী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন মৌলভীবাজারের বড়লেখায় ব্যবসায়ী আব্দুল আহাদের (৩২) হত্যাকারী ও এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে হাজীগঞ্জ বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও আহাদের এলাকার লোকজন এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মঙ্গলবার (২৮ জুলাই) মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের বড় মসজিদ এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অফিসবাজার বণিক সমিতির উদ্যোগে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে সমাজকর্মী নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন, কোয়াবের বড়লেখা শাখার সভাপতি ছালেহ আহমদ জুয়েল, অফিসার বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত শিক্ষক মঈন উদ্দিন, নিহতের বড় ভাই হাফিজ বেলাল আহমদ, সমাজসেবক ফয়েজ আহমদ প্রমুখ। এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে মূল আসামিকে গ্রেফতার করাহয়েছে। সে আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে। এখন ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী কার্যক্রম নিষ্পত্তি করা হবে। মামলাটি তদন্তের একপর্যায়ে জানা গেছে দীর্ঘদিন আগে জমি বেচা কেনার ঘটনাকে কেন্দ্র করে নিহত ব্যক্তির সাথে আসামির স্থানীয়ভাবে বিচার সালিশ হয়েছে। যারা সামাজিক বিচার সালিশ করেন তাদের কাছে অনুরোধ তারা যত দ্রুত সম্ভব স্থানীয় এসব বিষয় নিষ্পত্তি করলে এরকম অনাকঙ্খিত টনা ঘটবে না। সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। উল্লেখ্য, ২৩ জুলাই বড়লেখায় জমি ক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুল আহাদ চিকিৎসাধীন অবস্থায় ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল (হরিনগর) গ্রামের শফিক উদ্দিনের ছেলে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT