ঢাকা (রাত ২:৫২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock শনিবার রাত ০২:৩৫, ২৫ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ২৪ সেপ্টেম্বর শুক্রবার বড়লেখা সদর ইউপি মিলনায়তনে সংগঠনের ধারাবাহিক প্রশিক্ষনের অংশ হিসেবে খেলাফত মজলিসের উপজেলার নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে এক তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপনের পরিচালনায় তরবিয়তী মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনের পরিচালক সহকারী অধ্যাপক ডা.এ.এ.তাওসীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনসুরুল আলম মনসুর, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক, জেলা প্রচার সম্পাদক এম. এম. আতিকুর রহমান ও মাওলানা এখলাছুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন-উপজেলা সহ-সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনসুর আহমদ, বায়তুলমাল ও সমাজকল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার সাবেক সেক্রেটারি এনামুল হক, জেলা বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সেক্রেটারী সুলতান আহমদ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT