বড়লেখায় কৃষকদের মধ্যেকম্বাইন হার্ভেস্টার মেশিন প্রদান
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ০৯:১১, ৫ মে, ২০২০
ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে যখন শ্রমিক সংকটে ভুগছিল বড়লেখার বোরো চাষীদের ঠিক তখনই দু’টি কম্বাইন হার্ভেস্টার (ধান কাটার যন্ত্র) উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ঢাকা থেকে মুঠোফোনে কথা বলে হার্ভেস্টার ক্রেতাদের হাতে চাবি পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামিম আল ইমরান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বড়লেখা নারী শিক্ষা ডিগ্রী কলেজের উপাদক্ষ এ কে এম হেলাল উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার উপজেলা আওয়ামীলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা সোয়েব আহমদ বলেন, ভিয়েতনামের তৈরি ২৯লাখ টাকা দামের এ কম্বাইন হার্ভেস্টার একেকজন কৃষক পেয়েছেন ৮লাখ ৪০ হাজার টাকায়। বাকী ২০লাখ ৬০ হাজার টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকী প্রদান করেন। ভর্তুকী মূল্যে উপজেলার হাওরি অঞ্চলের কৃষক বাসিন্দা হার্ভেস্টার গুলো ক্রয় করেন।