ঢাকা (রাত ১০:০১) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় ইউঃ পি চেয়ারম্যানের বিরোদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোয় প্রতিবাদে সভা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার বিকেল ০৫:০৪, ৯ মে, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক ও সদস্য রশিদ আহমদ সুনামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোয় প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার চান্দগ্রাম বাজারে এ সভা হয়। নিজবাহাদুরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ সভা হয়।  এদিকে সকালে গল্লাসাংঙ্গন গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগেও প্রতিবাদ সভা হয়েছে। ব্যবসায়ী ফজলুল করিমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন চান্দগ্রাম বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, নিজবাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক খয়রুল আলম নুনু, বড়লেখা উপজেলা যুবলীগের সদস্য হেলাল আহমদ, ইউপি সদস্য কবির আহমদ, সাবেক সদস্য মাহফুজুল করিম, উপজেলা যুবলীগের সদস্য তোফায়েল আহমদ স্বপন, ইউনিয়ন যুবলীগ সম্পাদক বদরুল আলম উজ্জ্বল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘চেয়ারম্যান ময়নুল হক ও সদস্য রশিদ আহমদ সুনাম উভয়ে সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব প্রতিনিধি। দুজনই শিক্ষক থেকে জনপ্রতিনিধি হয়েছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্য প্রনোদিত বানোয়াট অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT