বড়লেখার মাহবুব ইয়াবা ট্যাবলেটসহ র্যাবের খাঁচায়
মোঃইবাদুর রহমান জাকির মঙ্গলবার রাত ১০:১৪, ৭ সেপ্টেম্বর, ২০২১
মৌলভীবাজারের বড়লেখায় র্যাব-৯ এর টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহবুবুর রহমান (৬৭) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার সুড়িকান্দি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। রাতেই র্যাব-৯ ধৃত ব্যক্তিকে বড়লেখা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, সুড়িকান্দি গ্রামের জনৈক মকসুদুর রহমানের বসত বাড়ির প্রবেশ পথের সামনের পাকা রাস্তায় মাহবুবুর রহমান এক ব্যক্তির নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ক্রেতা অজ্ঞাত ব্যক্তি পালিয়ে গেলেও র্যাব সদস্যরা বিক্রেতা মাহবুবুর রহমানকে আটক করেন। পরে তার প্যান্টের ডান পকেট তল্লাশী করে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে র্যাব-৯ এর এসআই জয়ন্ত চন্দ্র দে সোমবার রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।