ঢাকা (রাত ১:০৫) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু ঈদের পরই

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার বিকেল ০৪:৩৮, ২ মে, ২০২২

ঈদের পরে সারা দেশে শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন। এতে দুই কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্য স্বাস্থ্য বিভাগের। বুস্টার ডোজের এ কর্মসূচি চলবে সপ্তাহব্যাপী।

গত বছরের ফেব্রুয়ারিতে দেশে শুরু হয় করোনার টিকাদান। এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছে মোট জনসংখ্যার ৭৫ ভাগ আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৬৮ ভাগ। কিন্তু বুস্টার ডোজ পেয়েছে মাত্র ৭ ভাগ মানুষ।

দ্বিতীয় ডোজ নেয়ার কমপক্ষে ৬ মাস পর নিতে হয় বুস্টার ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, দুই কোটির বেশি মানুষের বুস্টার ডোজ নেয়ার সময় হয়েছে।

তবে টিকায় আগ্রহ কমেছে মানুষের। এখন দিনে এক লাখেরও কম মানুষ বুস্টার ডোজ নিচ্ছে। তাই আলাদা করে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সারা দেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত চলবে বুস্টার ডোজ টিকা কর্মসূচি। যেসব কেন্দ্রে ফাইজারের টিকার সংরক্ষণের ব্যবস্থা নেই সেখানে দেয়া হবে অক্সফোর্ডের টিকা।

দেশে এ পর্যন্ত করোনার টিকা এসেছে প্রায় ৩০ কোটি ডোজ। ৬ ধরনের টিকার মধ্যে বুস্টার হিসেবে দেয়া হচ্ছে অক্সফোর্ড, মডার্না ও ফাইজার। এই তিন ধরনের টিকার মজুত আছে প্রায় আড়াই কোটি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT