ঢাকা (সকাল ১০:৫২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বিয়ানীবাজারের জলঢুপে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ইবাদুর রহমান জাকির ইবাদুর রহমান জাকির Clock বুধবার রাত ১১:৪৩, ১ সেপ্টেম্বর, ২০২১

সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের জলঢুপ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাত ১০টার দিকে রাস্তার পাশে যুবকের লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

লাশের কাছাকাছি একটি লাল রঙের রেজিস্ট্রেশন (সিলেট-ল ১১-৪৮৭০) পালসার মোটর সাইকেল রয়েছে। স্থানীয়দের ধারণা, বিপরীত দিক থেকে আসা কোন ঘাতক যানবাহন ধাক্কা দিলে ঘটনাস্থলে যুবক মারা যান। তার মাথা থেতলে রাস্তায় রক্ত ও মস্তিকের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিকভাবে যুবকের পরিচয় শনাক্ত করা যায় নি। একই সাথে ঘাতক অজ্ঞাত যানবাহনেরও কোন খোঁজ পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থালে যাচ্ছে বিয়ানীবাজার থানা পুলিশ।

নিহত যুবকের পরনে ছিল সাদা রঙের পায়জামা ও টিশার্ট। স্থানীয়দের ধারণা তিনি বিয়ানীবাজারের দিক থেকে থানাবাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতি কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লাশে কাছাকাছি থাকা লাল রঙের মোটর সাইকেলটির এক পাশ ধুমড়ে-মুচড়ে গেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT