ঢাকা (সন্ধ্যা ৬:৫৪) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গৌরীপুরে জাতীয় যুব দিবস পালিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার বিকেল ০৫:৪২, ১ নভেম্বর, ২০২০

”মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১ নভেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, ঋনের চেক বিতরন, মাক্স বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের রাহাত এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভূইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান ও হাবিবুল্লাহ, সতিষা যুব সংঘের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, সোস্যাল ইউনিটি ফর নার্সিং (সান) এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক ওবায়দুর রহমান, শাহজাহান কবির, জহিরুল হুদা লিটন, মোস্তাফিজুর রহমান বোরহান, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার সেলিম রেজা ও সাইফুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT