ঢাকা (রাত ৩:৪৩) বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ ইং

বিপিএলে ব্যাটিংয়ে শীর্ষে তামিম, বোলিংয়ে মোস্তাফিজ



শনিবার শেষ হয়ে গেলো এবারের বিপিএলের প্রথম রাউন্ডের খেলা। ছয় দলের ত্রিশ ম্যাচের লড়াই শেষে সেরা চারের টিকিট পেয়েছে ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। বাদ পড়েছে মিনিস্টার ঢাকা ও সিলেট রানরাইজার্স।

জমজমাট এই প্রথম রাউন্ডে দেখা মিলেছে ৪টি সেঞ্চুরির। একমাত্র বাংলাদেশি হিসেবে শতরানের দেখা পেয়েছেন তামিম ইকবাল। তিনিই প্রথম রাউন্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে বল হাতে একমাত্র ফাইফার নেওয়া মোস্তাফিজুর রহমানই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি।

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল মিনিস্টার ঢাকার একটি ম্যাচ। বাকি ৯ ম্যাচে ইনিংস সূচনা করতে নেমে ৫ বার পঞ্চাশ ছাড়ানো রান করেছেন তামিম। এক ম্যাচে আউট হয়েছেন ৪৬ রান করে। সবমিলিয়ে তার সংগ্রহ ৫৮ গড়ে ৪০৭ রান।

আসরে এখন পর্যন্ত তামিম একাই ৪০০’র বেশি রান করেছেন। তবে একদম ঘাড়ে নিশ্বাস ফেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ তরুণ উইল জ্যাকস। তিনি ১০ ম্যাচে ৪ ফিফটিতে করেছেন ৩৯৮ রান। এলিমিনেটর ম্যাচেই তামিমকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে জ্যাকসের সামনে।

প্লে অফের আগে বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক

১/ তামিম ইকবার (মিনিস্টার ঢাকা) – ৯ ইনিংসে ৫৮ গড়ে ৪০৭ রান, সর্বোচ্চ ১১১*
২/ উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ১০ ইনিংসে ৪৪ গড়ে ৩৯৮ রান, সর্বোচ্চ ৯২*
৩/ কলিন ইনগ্রাম (সিলেট সানরাইজার্স) – ৯ ইনিংসে ৪১ গড়ে ৩৩৩ রান, সর্বোচ্চ ৯০
৪/ আন্দ্রে ফ্লেচার (খুলনা টাইগার্স) – ১০ ইনিংসে ৪৭ গড়ে ৩৩০ রান, সর্বোচ্চ ১০১*
৫/ এনামুল হক বিজয় (সিলেট সানরাইজার্স) – ৯ ইনিংসে ৩১ গড়ে ২৮০ রান, সর্বোচ্চ ৭৮

এছাড়া টানা পাঁচ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জেতা সাকিব আল হাসান ৯ ইনিংসে ৩৪ গড়ে করেছেন ২৭৬ রান। তার স্ট্রাইকরেট প্রায় দেড়শ ছুঁইছুঁই।

অন্যদিকে বোলিংয়ে দাপট দেখিয়েছেন টেবিলের শীর্ষস্থানীয় দুই দল বরিশাল ও কুমিল্লার বোলাররাই। এছাড়া সেরা পাঁচে আছেন প্লে অফের বাকি দুই দল খুলনা ও চট্টগ্রামের একজন করে বোলার। দশ বা তার বেশি উইকেট নিয়েছেন ১২ জন বোলার।

প্লে অফের আগে বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি

১/ মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ৮ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ৫/২৭
২/ ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) – ৮ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/৩০
৩/ সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) – ৯ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৩/২৩
৪/ মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ৬ ম্যাচে ১৩ উইকেট, সেরা বোলিং ৪/১২
৫/ থিসারা পেরেরা (খুলনা টাইগার্স) – ১০ ম্যাচে ১৩ উইকেট, সেরা বোলিং ৩/১৮

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT