ঢাকা (রাত ১১:৪৬) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News অবশেষে নির্ধারিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য Meghna News কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত দলের হানা, গ্রাহকদের জিম্মি করে ১৫ লাখ দাবি Meghna News হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, স্বীকারোক্তি পলকের Meghna News মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে বিব্রত করছে আ.লীগ Meghna News বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিল Meghna News বিএমএসএফের বর্ষসেরা সাংবাদিক সম্মাননা পাচ্ছেন গৌরীপুরের ১০ সাংবাদিক Meghna News গৌরীপুরে ইউএনও’র বিদায় সংবর্ধনা Meghna News গৌরীপুরে শ্রমিকদল সভাপতি স্বপদে বহাল হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ Meghna News লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান Meghna News চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধী চক্রের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২, আহত ২

Join Bangladesh Navy


বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত সুনামগঞ্জ পাউবোর এক কর্মকর্তা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ০৯:৫০, ৬ মে, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নকৃত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাউবোর বিভিন্ন উন্নয়নমূলক কাজে তদারকির দায়িত্বে থাকা আ.ন.ম গোলাম সারোয়ার নামের এক উপসহকারী গত এক মাস ধরে উর্ধ্বতন কর্তপক্ষের অনুমতি না নিয়ে বিনাঅনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে উপজেলার পাউবোর আওতায় থাকা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ওই উপসহকারী প্রকৌশলী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। গত রোববার সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সাজ্জাদ আহমেদ ডিনার স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশটি পাউবোর উপসহকারী প্রকৌশলী আনম গোলাম সারোয়ারের ব্যবহৃত ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ উপজেলায় চন্দ্র সোনার থাল, কাইলানী ,সোনামড়ল, ধানকুনিয়া, জয়ধনা, ঘোড়াডুবা, গুরমা ও গুরমার বর্ধিতাংশ হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কাজ,  রুই বিল প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণ কাজ ও নদী খননসহ পাউবোর বিভিন্ন কার্য করার জন্য ধর্মপাশা উপজেলার সদরের হাসপাতাল রোড এলাকায় সুনা্মগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। এই কার্যালয়ে দুইজন উপসহকারী প্রকৌশলী, একজন সার্ভেয়ার ও দুইজন কার্যসহকারী কর্মরত আছেন। উপসহকারী প্রকৌশলী আনম গোলাম সরোয়ার এ উপজেলায় পাউবোর চলমান বিভিন্ন কার্যক্রম তদারক করতেন। ফলে এ উপজেলার পাউবোর সামগ্রিক উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি কর্মস্থলে না থাকায় তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। রোববার নোটিশের কপি তাঁর ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যতায় ওই উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT