বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে টিম ‘সংশপ্তক’
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার রাত ১০:১৭, ৭ জুলাই, ২০২০
আরিফুর রহমান, ঢাকা প্রতিনিধি: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী টিম ‘সংশপ্তক’র উদ্যোগে বিনামূল্যে ‘সংশপ্তক অক্সিজেন সেবা’ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মহামারীর এই সময়ে করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি শ্বাসকষ্টসহ অন্যান্য রোগীরও অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। তবে অক্সিজেন মজুত করা ও এর মূল্য বেশি হওয়ায় অনেকেই তাৎক্ষণিকভাবে অক্সিজেন পাচ্ছেন না। এই সমস্যা থেকে উত্তরণের জন্য উদ্যোগটি নিয়েছে টিম ‘সংশপ্তক’। সোমবার (৬ জুলাই) থেকে এই সেবা চালু করা হয়েছে। সংশপ্তকের নাঙ্গলকোট উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিনিধি কিংবা ০১৩০৩-৪১৮৭০৩ এই নম্বরে ফোন করলেই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিবেন টিমের স্বেচ্ছাসেবীরা। টিম ‘সংশপ্তক’কে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্যোগটিতে সার্বিক সহযোগিতা করছেন নাঙ্গলকোট পাটোয়ারী জেনারেল হাসপাতালের সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম। এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু অনেকের জন্য তাৎক্ষণিকভাবে অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করা সম্ভব হয় না, তাই প্রাথমিক সাপোর্টের জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। অক্সিজেন প্রদান করার পর তাদের কাছে সুস্থ হওয়া পর্যন্ত এই অক্সিজেন সিলিন্ডারটি থাকবে। রোগীর প্রয়োজন না হলে আমরা তা আবার ফেরত নিবো। সংশপ্তক টিমের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, করোনা শুরু থেকেই আমরা নাঙ্গলকোটের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে নাঙ্গলকোটে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অসহায় ও জরুরি রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণের উদ্যোগ গ্রহণ করি। আমরা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডারটি পৌঁছে দেব। জহিরুল ইসলাম আরো বলেন, এর আগে আমরা ১ হাজার ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পাশাপাশি হট লাইনের ‘হ্যালো সংশপ্তক’র মাধ্যমে ৬৮ মধ্যবিত্ত পরিবার ও ২৭ জন শিক্ষার্থীকে খাবার পৌঁছে দিয়েছি।