ঢাকা (রাত ৩:৪৬) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই ছিনিয়ে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ১১:০৮, ২২ জুলাই, ২০২০

 মোঃ ইবাদুররহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন সমাজকর্মীকে লাঞ্ছিত করে ২০২ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বদরুল আহমদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে। গত সোমবার (২০ জুলাই) ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। এছাড়া ভাতার বই ছিনিয়ে নেওয়ায় টাকা বিতরণ কার্যক্রম স্থগিত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপককে চিঠি দেওয়া হয়েছে। এতে সঠিক ভাতাভোগীদের হাতে ভাতা বই ও ভাতা বিতরণ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সমাজসেবা কার্যালয়ের অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের মাঝে ভাতা বই বিতরণ উপলক্ষে সভা হয়। সভা শেষে উপকারভোগীদের মাঝে ভাতা বই বিতরণ শুরু হয়। বিতরণের এক পর্যায়ে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বদরুল আহমদ ইউনিয়ন সমাজকর্মী সুমতি রাণী ও সহকারী কামরুল ইসলামকে লাঞ্ছিত করে জোরপূর্বক ভাতাভোগীদের বই ছিনিয়ে নেন। এসময় পরিষদ হলরুমে হট্টগোল শুরু হয়। বিষয়টি শোনে পাশে রুমে থাকা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম হলরুমে ঢুকে বই ছিনিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে ইউপি সদস্য তার সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন। ভাতাভোগীদের বই ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করে ইউপি সদস্য বদরুল আহমদ মঙ্গলবার (২১ জুলাই) রাতে মুঠোফোনে বলেন, ‘সভায় আমি একা ছিলাম না। সব ওয়ার্ডের মেম্বার ও উপকারভোগী ছিলেন। সকাল থেকে উপকারভোগীরা সেখানে বসা ছিলেন। দুপুরের পরে অনুষ্ঠান হওয়ায় অনেকের কষ্ট হচ্ছিল। মানুষের অনেক ভিড় ছিল। উপকারভোগীদের কষ্ট দেখে সমাজকর্মীকে বাইরে গিয়ে বই বিতরণের কথা বলি। কিন্তু তারা (সমাজকর্মী) মানেননি। তখন আমি বইগুলো বাইরে নিয়ে মানুষের নাম ধরে ধরে বইগুলো দিয়েছি। এখানে ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কাউকে লাঞ্ছিত করিনি। উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান বলেন, ‘সভা শেষে খবর আসে আমার নিকট আত্মীয় মারা গেছেন। খবর পেয়ে সচিবকে বলে আমি জানাযায় চলে যাই। এরপর খবর পাই ইউনিয়নে ঝামেলা হয়েছে। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভাতাভোগীদের হাতে হাতে বই বিতরণ করা হচ্ছিল। হঠাৎ ইউপি সদস্য বদরুল আহমদ সমাজকর্মীর হাত থেকে বইগুলো নেওয়ার জন্য উদ্যত হন। তার হাতে বই দিতে অস্বীকৃতি জানালে তিনি সমাজকর্র্মী ও অফিস সহকারীকে লাঞ্ছিত করে জোরে বইগুলো ছিনিয়ে নেন।  বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, ‘নিয়ম অনুযায়ী সমাজসেবা অফিস থেকে ভাতার বই মানুষের হাতে হাতে দেওয়ার কথা। কিন্তু ইউপি সদস্য বইগুলো ছিনিয়ে নিয়েছেন। এটা দুঃখজনক। অনেকগুলো বই হারিয়ে গেছে। সমাজসেবা অফিসার লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT