ঢাকা (রাত ৯:৪৬) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রান বিতরণ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ১১:৩৩, ৯ মে, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলার বিয়ানীবাজারের সীমান্তবর্তী এলাকার কর্মহীন অসহায়-দুঃস্থ মানুষদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে পাঠানো ত্রাণ সহায়তা বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিয়ানীবাজারের লাসাইতলায় অবস্তিত বিজিবি ৫২ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ব্যাটালিয়নের অধীনে ১৫টি বিওপির অধীনস্থ সীমান্তবর্তী এলাকার ১ হাজার অসহায়-দুঃস্থ মানুষের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। শনিবার (৯ মে) সকাল ১০টায় মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী নওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় এলাকার ৬০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় শেওলা স্থলবন্দর সংলগ্ন মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় এলাকার ৮৫টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- ছয় কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি ছোলা, আধা লিটার তেল ও ৫০০ গ্রাম লবণ। ত্রাণসামগ্রীর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী শহীদুল্লাহসহ সহকারী পরিচালক, বিওপি কমান্ডারবৃন্দ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, স্থানীয় মুরব্বি খলিলুর রহমান, ফখরুল ইসলাম চৌধুরী,bমিন  প্রমুখ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT