ঢাকা (রাত ৮:২৩) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বিজয়ের ৫০ বছরে জাতিকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৩৯, ১৬ ডিসেম্বর, ২০২১

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের জনগণকে একযোগে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে “মহাবিজয়ের মহানায়ক” শিরোনামে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করান।

সারা দেশের সব জেলা ও বিভাগীয় শহরে মহান বিজয় দিবসের নির্ধারিত ভেন্যুতে ভিডিও কনফারেন্সে মূল অনুষ্ঠানে যুক্ত হয়ে একযোগে সবাই শপথ পাঠ করেন।

শপথ পাঠ করানোর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ।

বিশেষ এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত ছিলেন।

শপথ বাক্যে যা ছিল

“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না- দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো।মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT