বাড়ানো হলো ব্যাংক লেনদেনের সময়
ডেক্স রিপোর্ট সোমবার রাত ০২:২২, ১২ এপ্রিল, ২০২১
লকডাউনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যাংকের লেনদেনের সময় কমিয়ে আড়াইঘণ্টা করে সরকার। তবে দিনের এই অল্প সময়ে ব্যাংকে ভিড় বেড়ে যাওয়ায় লেনদেনের সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার যে সিদ্ধান্ত দিয়েছিল, তা অব্যাহত থাকবে। তবে সোমবার ও মঙ্গলবার (১২ ও ১৩ এপ্রিল) ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। আর আনুষঙ্গিক কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের সময় বেঁধে দেয় সরকার। এই স্বল্প সময়ের কারণে ব্যাংকে ভিড় বেড়ে যাওয়ায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।
এর আগের প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক যেসব নির্দেশন দেয় সেগুলো হলো—
১.শাখার নিকটবর্তী স্থানে বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।
২.৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী দিয়েও অফিস পরিচালনা করা যাবে।
৩.অনলাইনে জমা ও উত্তোলন সুবিধা চালু রয়েছে, দুই কিলোমিটারের মধ্যে এমন একাধিক শাখা থাকলে ব্যাংকগুলো একটি শাখা চালু রাখতে পারবে। তবে বৈদেশিক মুদ্রায় লেনদেন হয়, এমন শাখা এর আওতায় পড়বে না।
৪.ব্যাংকের সান্ধ্যকালীন ও সাপ্তাহিক ছুটিকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখতে হবে।
৫.এটিএম বুথে পর্যাপ্ত অর্থ ও অনলাইন ব্যাংকিং কার্যক্রম সার্বক্ষণিক চালু রাখতে উদ্যোগ নিতে হবে।