বান্দরবানে দি ইয়ং বম এসোসিয়েশন এর উদ্যোগে পরিস্কার – পরিচন্নতা অভিযান
মোঃ কামরুজ্জামান শুক্রবার রাত ১১:০১, ৭ ফেব্রুয়ারী, ২০২০
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে শহরে বিভিন্ন স্হানে দি ইয়ং বম এসোসিয়েশনের উদ্দ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল হতে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত দি ইয়ং বম এসোসিয়েশনের উদ্দ্যোগে বান্দরবান শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২০ উপলক্ষে বান্দরবান পৌরসভাধীন উজানি পাড়া, মধ্যম পাড়া, বালাঘাটা, জেলা প্রশাসক প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থানের আবর্জনা পরিষ্কার করে পৌরসভার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত গাড়িতে উঠিয়ে দেন অভিযানে অংশগ্রহন কারিরা। পরবর্তীতে বান্দরবান সদরস্থ ট্রাফিক মোড় সংলগ্ন বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এক পথসভা অনুষ্টিত হয়। সভায় বক্তারা পরিচ্ছন্নতার বিভিন্ন সুফল সম্পর্কে আলোচনা করেন। উক্ত আলোচনা সভায় উউপস্হিত ছিলেন বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, দি ইয়ং বম এসোসিয়েশনের সভাপতি ভানত্নির বম, সহ-সভাপতি শিমন, আমলাইসহ সংগঠনের অভিযানে অংশগ্রহনকারী সদস্যরা উপস্থিত ছিলেন।