ঢাকা (রাত ১১:১১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বান্দরবানে অসহায় ও দিন মজুর মানুষের ঘরে ঘরে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার দুপুর ০৩:১১, ৬ এপ্রিল, ২০২০

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ , বান্দরবান প্রতিনিধিঃ সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা সংক্রামক প্রতিরোধে বান্দরবানের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি কর্মহীন অসহায় শ্রমজীবি মানুষের পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানোর কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ সোমবার (৬মার্চ) সকালে বান্দরবান সদরে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেন বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান (এ,এফ,ডব্লিউসি,পিএসসি)। এসময় ব্রিগেড মেজর মোঃ ইফতেখারসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মধ্যে প্রতি পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি লবন, ২ কেজি আলু ,১ কেজি ডাল এবং ১ কেজি তেল প্রদান করা হয়। ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান (এ,এফ,ডব্লিউসি,পিএসসি) জানান, বাংলাদেশ সেনাবাহিনী এই করোনা ভাইরাসের সংক্রামক রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে সমন্ময় রেখে জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছে, এছাড়াও দুর্গম এলাকায় অসহায় পরিবারগুলোকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT