বান্দরবানের আলীকদম সোনালী ব্যাংকে ৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনা প্রজেটিভ
মোঃ কামরুজ্জামান শনিবার রাত ১০:২৩, ২০ জুন, ২০২০
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলার আলীকদম উপজেলার সোনালী ব্যাংকে ৫ জন কর্মকর্তা ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্য দিয়ে আলীকদম উপজেলায় ১ম বারের মত একসাথে এতো ব্যাক্তি করোনা সনাক্ত হল। শনিবার (২০ জুন) সন্ধ্যায় সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা ও কর্মচারীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর আগে ১৫ জুন সোনালী ব্যাংকের সিনিয়র ব্যাংক কর্মকর্তা মোঃনুরুল বশর(৪০) করোনায় আক্রান্ত হন। মোঃ নুরুল বশরের সংস্পর্শে থাকায় গত ১৮ জুন উক্ত ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীর নমুনা সংগ্রহ করা পরীক্ষার জন্য পাঠানো হয়। আলীকদম উপজেলার ব্যাংকটিতে করোনা আক্রান্তরা হলেন, যথাক্রমে এমডি ইসমাইল (২৭), ধুংথোয়াই মার্মা (৫১), মোঃ গিয়াস উদ্দিন (৩৭), মোঃ আমিনুল বাবর (২৪), মোঃ আরিফ হোসাইন (২৫)। আলীকদম উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, সোনালী ব্যাংকের ১১ জন কর্মকর্তা ও কর্মচারী নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ এসেছে। করোনায় আক্রান্তদের কোন উপসর্গ এখনো দেখা যায় নি। কোন উপসর্গ না থাকায় বর্তমানে করোনায় আক্রান্ত কর্মকর্তা ও কর্মচারীরা হোম আইসোলেশনে আছে। ব্যাংকটিতে আজকে ৫ জন এবং এর আগে ১৫ জুন ১জনসহ মোট ৬জন করোনায় আক্রান্ত হলেন।