ঢাকা (রাত ১১:২৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বানরের কামড়ে দুই দিনে পুলিশসহ ১০ জন আহত

যশোর জেলা ২৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:০০, ৪ জুন, ২০২০

মোরশেদ আলম, যশোর প্রতিনিধি: যশোরে বানরের কামড়ে গত দুই দিনে এক পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। যশোর শহরে বুধবার এবং মঙ্গলবার বানরের কামড়ে তাঁরা আহত হন। আহতদের মধ্যে দুইজন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত কয়েকজন জানান, বানরটি কারো পোষা হতে পারে। ছুটে গিয়ে খাবারের সন্ধানে বানরটি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। গত দুইদিন ধরে যশোর শহরের বিভিন্ন এলাকায় বানরটি সামনে কাউকে পেলে কামড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্র জানায়, বানরের কামড়ে আহত হয়ে গত দুইদিনে ১০জন চিকিৎসা নিয়েছেন।
সূত্র জানায়, মঙ্গলবার বশির আহমেদ(৫০) এবং হাসমত আলী(৫০) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বুধবার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোজাম্মেল হোসেন(৫২) ও ঝাড়ুদার বিপ্লব দাস(৩০), শহরের সৈকত হোসেন(১৮), মনিরুল ইসলাম(৭৪), আব্দুল কাদির(১২) ও আকবর হোসেন(৪৫)। এছাড়া, শহরের কারবালা এলাকার সিরাজুল ইসলাম(৫০) এবং ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মনিরুল ইসলাম(৬২) বানরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শহরের বকুলতলা এলাকার চা-দোকানি বশির আহমেদ জানান, মঙ্গলবার বিকেলে তিনি শহরের বকুলতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বানর তাঁর ডান পায়ের হাঁটুর নিচে কামড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিজের টাকায় একটি ভ্যাকসিন কিনে দিয়েছেন। ডাক্তার বলেছেন আরও চারটি ভ্যাকসিন দিতে হবে। কিন্তু ভ্যাকসিন কেনার টাকা তাঁর কাছে নেই।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহানুর রহমান বলেন, দুইদিনে বানরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি আটজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT