ঢাকা (রাত ৯:৫৯) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাংলা চ্যানেল সুইমিং ২০২১ এর জন্য যাত্রা শুরু মেঘনার আল-আমিন’র

বাংলা চ্যানেল সুইমিং ২০২১ এর জন্য যাত্রা শুরু করল মেঘনার আল-আমিন

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার রাত ০৮:২২, ১৬ ডিসেম্বর, ২০২১

আগামী ২০ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলা ফরচুন চ্যানেল সুইমিং আয়োজিত হবে। দেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের শাহপরীর জেটি থেকে সেন্ট মার্টিন ১৬.১ কিলোমিটার দীর্ঘ জলপথ, যা বাংলা চ্যানেল নামে পরিচিত তা পাড়ি দিতে হবে সাঁতরে। কোন অক্সিজেন ট্যাংক নয়, থাকবে না কোন এক্সটা সুইমিং গিয়ার। সাঁতরেই দিতে হবে অতল সাগর পাড়ি।

বিগত ১৫ বছর ধরে চলতে থাকা বাংলা চ্যানেল সুইমিংয়ের ১৬ তম আসরে দেশী-বিদেশী ৮০ জন প্রতিযোগীর একজন হয়ে ১ম বারের মতো বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মাঝে বুকভরা আশা ও অদম্য সাহস নিয়ে বাংলা চ্যানেল সুইমিং ২০২১ এ অংশগ্রহণ করতে আজ রওনা হচ্ছে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা দক্ষিণ পাড়া মাস্টার বাড়ির মোঃ আব্দুল মতিন সাহেবের ছেলে মোঃ আল-আমিন। ১৭,১৮,১৯ ডিসেম্বর ৩ দিন সমুদ্রে কঠোর অনুশীলনের পর ২০ ডিসেম্বর নামা হবে চূড়ান্ত মহারণে।

বাংলা চ্যানেল সুইমিং ২০২১ এর জন্য যাত্রা শুরু মেঘনার আল-আমিন'র

মেঘনা নিউজকে আল-আমিন বলেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ তায়ালা সফল যাত্রা ও ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার তাওফিক দেন।

কুমিল্লা জেলার সন্তান হিসেবে কুমিল্লা সকল মানুষের নিকট দোয়া প্রার্থণা করছি। মেঘনা নদী সব দেশের ছোট বড়ো অনেক নদী-ই ক্রস করেছি, এবার সাগর ইনশাআল্লাহ।

আমার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক, বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়র সকলের কাছে দোয়া চাই।

আমার সকল শুভাকাঙ্ক্ষী, রানিং, সুইমিং ও স্লাইকিংয়ের সিনিয়র-জুনিয়র, বন্ধু-বান্ধব, আমার কর্মস্থলের সকল শুভাকাঙ্ক্ষী, সবার কাছে দোয়া প্রার্থণা করছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT