বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার কমিটি ঘোষণা
আরিফুল ইসলাম শনিবার দুপুর ০২:৫৬, ১৯ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার আওতাধীন মেঘনা উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১৮ই অক্টোবর শুক্রবার ছাত্র অধিকার পরিষদের কুমিল্লা জেলা সভাপতি আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল আমিন স্বাক্ষরিত আমির ইসলাম (রহিম)কে সভাপতি, সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং আশিকুর রহমান সাংগঠনিক সম্পাদক পদে রেখে মোট ২২ সদস্যের তালিকা প্রকাশ করা হয় এবং আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা বরাবর প্রেরণের নির্দশ দেয়া হয়।
কমিটিতে থাকা সদস্যদের তালিকা:
নাম | পদবী |
আমির ইসলাম (রহিম) | সভাপতি |
শাহীন মিয়া | সিনিয়র সহ সভাপতি |
কাইয়ুম হাঊদ | সহ সভাপতি |
বাহাউদ্দিন খান নাছিম | সহ সভাপতি |
আবু সাঈদ | সাধারণ সম্পাদক |
মোহাম্মদ রাজীব | সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক |
আরিয়ান আহমেদ ফয়সাল | যুগ্ম সাধারণ সম্পাদক |
আশিকুর রহমান | সাংগঠনিক সম্পাদক |
আমিনুল ইসলাম সজীব | সহ সাংগঠনিক সম্পাদক |
তানভীর আহমেদ হাসান | প্রচার সম্পাদক |
আল সিফাত | দপ্তর সম্পাদক |
মোহাম্মদ রবিন | উপ দপ্তর সম্পাদক |
সাকিল | অর্থ সম্পাদক |
অপু সূত্র ধর | সাহিত্য সম্পাদক |
তোফাজ্জল হোসেন | সাংস্কৃতিক সম্পাদক |
নাঈমুর রহমান (নাঈম) | সমাজ সেবা সম্পাদক |
বিজয় আহামেদ জয় | ক্রীড়া সম্পাদক |
জাহিদ হাসান | সদস্য |
মারুফ আহমেদ | |
মোহাম্মদ হাসান | |
মোঃ রজ্জব | |
হাসান মাহমুদ |