বাংলাদেশে নির্ভেজাল, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি: উজরা
মেঘনা নিউজ ডেস্ক বৃহস্পতিবার সকাল ১১:০৩, ১৩ জুলাই, ২০২৩
বাংলাদেশে নির্ভেজাল (অ্যাবসোল্যুটলি) অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করতে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আমরা মনে করি এমন নির্বাচন প্রতিটি গণতন্ত্রে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণতন্ত্রের উন্নতির জন্য তা অপরিহার্য। ঢাকার উদ্দেশ্যে ভারত ছাড়ার আগে হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
মঙ্গলবার তিনি ওই পত্রিকাকে একটি সাক্ষাৎকার দেন। এতে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ সম্পর্কের কথা উঠে আসে। এতে তিনি বাংলাদেশ সম্পর্কে বলেন, ঢাকা সফরে আমরা সরকারের সঙ্গে অনেক ইস্যুতে আলোচনা করবো। এর মধ্যে আছে মানবিক সহযোগিতা এবং নির্বাচন প্রক্রিয়া। আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া আশা করি। পাশাপাশি থাকবে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি নিয়ে সম্পর্কের বিষয়, যা খুব জোরালো এবং বহু দশক ধরে উন্নয়ন অংশীদারিত্বের।