ঢাকা (সকাল ১১:৪০) রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

বসতবাড়ি সংক্রান্ত বিরোধে আপন চাচাতো ভাইয়ের হাতে খুন

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock বুধবার বেলা ১২:৫৮, ৩ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইদের হাতে প্রাণ হারালেন শামীম আহমদ (৫১) নামক এক সৌদি আরব প্রবাসী।

মঙ্গলবার ২ ফেব্রুয়ারি বিকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত প্রবাসি শামীম গত ০৭ জানুয়ারি সৌদি আরব থেকে ছুটি নিয়ে বাংলাদেশে আসেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সৌদি আরব প্রবাসী শামীম আহমদের পরিবারের সাথে তার আপন চাচাতো ভাই সুফিয়ান আহমদের পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো।কিন্তুু গত ০৭ জানুয়ারি শামীম আহমদ দেশে ফেরার পর ফের নতুন করে আবার সেই বিরোধের সৃষ্টি হয়।দীর্ঘ বিরোধের কারণে প্রবাসি শামিম আহমদ পার্শ্ববর্তি কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে বাড়ি বানিয়ে আলাদাভাবে বসবাস করে আসছেন।

মঙ্গলবার দুপুরে শামীম আহমদ তাদের পুরাতন বাড়িতে গিয়ে চাচাতো ভাইদের কাছে নিজের জমি চাইলে তার চাচাতো ভাইরা ক্ষেপে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে চাচাতো ভাই সুফিয়ান আহমদ ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হয়ে প্রবাসি শামিম আহমদকে এলোপাতাড়ি মারধর শুরু করলে শামিম আহমদ গুরুতর আহত হন।প্রতিবেশিরা আহত শামীমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরভী সেন তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনেই স্বজনদের আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট  মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই আব্দুল মতলিব বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাজু মিয়া, শিল্পী বেগম এবং হেপি বেগম নামক ৩ জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT