ঢাকা (রাত ১২:২০) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বর্নাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই

মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার। মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার। Clock মঙ্গলবার দুপুর ০১:২০, ১৮ আগস্ট, ২০২০

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন রাজনৈতিক ব্যক্তি আজিজুর রহমান আর নেই।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আড়াইটার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ তে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধান মন্ত্রীর নির্দেশে জরুরী ভিত্তিতে গত ৫ আগষ্ট এয়ার এম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় নেওয়ার পর আজিজুর রহমান কে বিএসএমএমইউ-তে ভর্তি করানো হয়।

আজিজুর রহমান কর্মজীবনে সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হন।

তিনি রাজনৈতিক জীবনে ছিলেন একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি, ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আজিজুর রহমান। ছিলেন গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী। তিনি স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকে মনোনীত হন।

তিনি ছিলেন সরাসরি বঙ্গবন্ধু প্রভাবিত রাজনীতিবিদ, এই অঞ্চলের অহিংস ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বটবৃক্ষ। অবশেষে মৌলভীবাজার জেলা বাসী হারালো একজন প্রবীন রাজনৈতিক ব্যক্তী ও অভিভাবক কে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT