বন্যার পানিতে ভেসে গেছে খামারের সব মাছ
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট বুধবার রাত ০৯:১৮, ১৫ জুলাই, ২০২০
সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের কাদিরপুর গ্রামের বাসিন্দা মোঃ ইউনুছ আলীর। মৎস্য খামারের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। সূত্রে জানা যায় এই খামারের আয়েই চলে তার সংসার। খামারটিতে তার পরিবারের সবাই শ্রম দিত। তবে এবারের বন্যায় তার খামারের সব মাছ ভেসে চলে গেছে। যে কারণে থেমে গেছে ইউনুছ মিয়ার আয়।
তিনি বলেন, ‘বন্যার পানিতে মাছ ভেসে যাওয়ার সময় নেট দিয়ে আটকানোর অনেক চেষ্টা করেন। কিন্তু হঠাৎ পাহাড়ি ঢলে পানি বাড়ার কারনে কিছুই রক্ষা করতে পারিনি। সব মাছ ভেসে গেছে। শুধু চেয়ে চেয়ে দেখেছি। বন্যার পানিতে ভেসে চলে গেল আমার জীবিকার শেষ সম্বল।’ ইউনুছ আলী বলেন, ৭ (সাত) একর জমিতে তার মাছের খামার। কয়েক লক্ষ টাকার মাছ বন্যার পানিতে চলে গেছে। তিনি বলেন ,আমার মাছের খামার ‘নিজের আত্বীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে মাছের খামার শুরু করে ছিলাম। পুকুরে এখন কোনো মাছ নেই। সব বন্যার পানিতে ভেসে গেছে। কিন্তু, ঋণ এখনো শেষ হয়নি। একদম পথে বসে গেছি। পথে বসার উপক্রম হয়েছে এখন। নতুন করে পোনা ছেড়ে চাষ করার সুযোগও নেই।
ব্যাপকভাবে পুকুরগুলো তলিয়ে গিয়ে বানের পানিতে মাছ ভেসে যাওয়ায় বিপাকে রয়েছেন এখানকার মৎস্যচাষীরা। পানি নেমে গেলেও পোনা মাছের চরম সঙ্কট দেখা দিবে। ‘বন্যায় আমাদের মতো প্রান্তিক মৎস্য চাষিরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। অথচ আমরা কীভাবে ঘুরে দাঁড়াব? আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দেন।