ঢাকা (সন্ধ্যা ৭:০৬) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বঙ্গবাজারে আগুন : ঈদের আগে ব্যবসায়ীদের সব পুড়ে ছাই, ব্যবসায়ীদের আহাজারি

ঈদের আগে ব্যবসায়ীদের সব পুড়ে ছাই : ব্যবসায়ীদের আহাজারি

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার বেলা ১২:১৭, ৪ এপ্রিল, ২০২৩

রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সকাল থেকে ধোঁয়ায় পুরো আকাশ কালো হয়ে যায়। এসময় পোশাক ব্যবসায়ীদের হতাশ হয়ে রাস্তায় বসে থাকতে দেখা যায়।

আগুনের ভয়াবহতার কারণে ব্যবসায়ীরা তাদের মালামাল উদ্ধার করতে পারেননি। আশেপাশের অনেক দোকান থেকেও অনেক মানুষকে তাদের জিনিসপত্র বের করতে দেখা গেছে। তারা তাদের মালামাল রাস্তায় রেখেছেন।

আওলাদ হোসেন নামের আরেক ব্যবসায়ী বলেন, `আমাদের কিছুই অবশিষ্ট নেই। আগুন আমাদের সব আশা কেড়ে নিয়েছে।’

একজন হাউমাউ করে কেঁদে বলেন, আমার মামা, খালাতো ভাইয়ের ও আত্মীয়দের মিলিয়ে দুই শতাধিক দোকান আছে। সবার একমাত্র আয়ের উৎস এটি। সব পুড়ে গেছে। কিছুই নেই। সব শেষ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT